ডেঙ্গু মশা কামড়ানোর কত সময় পর জ্বর হয়

আপনি যদি ডেঙ্গু মশা সম্পর্কে জানতে চান? তাহলে এই আর্টিকেলটি পড়ুন। কেননা এই আর্টিকেলটিতে ডেঙ্গু মশা কামড়ানোর কত সময় পর জ্বর হয়, ডেঙ্গু মশা কামড়ালে করণীয় কি, ডেঙ্গু জ্বর হলে করণীয় কি এছাড়াও ডেঙ্গু মশা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তাই চলুন জেনে নেই ডেঙ্গু মশা কামড়ানোর কত সময় পর জ্বর হয়।

ডেঙ্গু মশা কামড়ানোর কত সময় পর জ্বর হয়
বর্তমানে বাংলাদেশে ডেঙ্গু পরিস্থিতি খুবই ভয়াবহ। এই পরিস্থিতিতে আমাদের প্রত্যেকেরই ডেঙ্গু মশা সম্পর্কে কিছু তথ্য জানা উচিত যেমন- ডেঙ্গু মশা কামড়ানোর কত সময় পর জ্বর হয়, ডেঙ্গু জ্বর হলে করণীয় কি, ডেঙ্গু মশা কামড়ালে করণীয় কি, ডেঙ্গু মশা চেনার উপায় ইত্যাদি। চলুন তাহলে ডেঙ্গু মশা সম্পর্কে বিস্তারিত জেনে নেই।

ডেঙ্গু মশা কামড়ানোর কত সময় পর জ্বর হয়

ডেঙ্গু একটি ভাইরাসজনিত রোগ। এডিস মশার কারণে মূলত ডেঙ্গু রোগ হয়। এই রোগটি সাধারণত গ্রীষ্মকালীন সময়ে বেশি হয়ে থাকে। এই রোগটি একটি ছোঁয়াচে রোগ। প্রতিবছর সারাদেশে প্রায় হাজার হাজার মানুষ ডেঙ্গু রোগে আক্রান্ত হচ্ছে। এই রোগটি মূলত প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ, দক্ষিণ-পূর্ব এশিয়া, ল্যাটিন আমেরিকা, এবং আফ্রিকার মতো দেশগুলোতে বেশি হয়। 

কিন্তু ইদানিং এই রোগটি ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ অংশগুলোতেও দেখা যাচ্ছে। আর বাংলাদেশে তো গত কয়েক বছরে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। চলতি বছরে বাংলাদেশে অনেক মানুষ ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে। অনেকে আবার মৃত্যুবরণ করেছে। 

তাই ডেঙ্গু সম্পর্কে আমাদের সকলেরই সচেতন হওয়া দরকার। এছাড়াও আমাদের ডেঙ্গু মশা কামানোর কত সময় পর জ্বর হয় এ সম্পর্কে জানা দরকার। সাধারণত ডেঙ্গু মশা কামড়ানোর ৪ থেকে ৬ দিনের মধ্যে জ্বর হয়। ডেঙ্গু জ্বর হলে সাধারণত শরীরের তাপমাত্রা ১০৪ ডিগ্রী ফারেনহাইট হতে পারে। এ সময় শরীরে তীব্র পরিমাণে জ্বর থাকে।

আরো পড়ুনঃ হার্ট অ্যাটাক কত প্রকার

এছাড়াও শরীরের বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে যেমন মাথা ব্যথা, হাড় ও গাঁটে ব্যথা, বমি, চোখে ব্যাথা, ত্বকে লাল লাল দাগ হওয়া ইত্যাদি। ডেঙ্গু মশা কামড়ালে করণীয় কি ও ডেঙ্গু জ্বর হলে করণীয় কি এ সম্পর্কে জানতে পোস্টটি পড়তে থাকুন।

ডেঙ্গু মশা কামড়ালে করণীয়

মশা এমন একটি প্রাণী যা পৃথিবীর সব জায়গায় পাওয়া যায়। আপনি পৃথিবীর যে জায়গাতেই যান না কেন মশার সাথে আপনার দেখা হবেই। এই পৃথিবীতে বিভিন্ন ধরনের মশা রয়েছে তার মধ্যে ডেঙ্গু মশা অন্যতম। এই মশা কামড়ালে আপনি ডেঙ্গু রোগে আক্রান্ত হতে পারেন। 

তবে ডেঙ্গু মশা কামড়ালে আপনি কিছু ঘরোয়া উপায় অনুসরণ করতে পারেন। চলুন তাহলে জেনে নেই ডেঙ্গু মশা কামড়ালে করণীয় হিসেবে আমরা কি কি করতে পারি তা সম্পর্কে।

ওটমিল

ওটমিল সাধারণত চুলকানি কমাতে সাহায্য করে। ডেঙ্গু মশা কামড়ালে আপনি ওটমিলের পেস্ট তৈরি করে আপনার আক্রান্ত স্থানে লাগিয়ে রাখুন এবং কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন। তাহলে দেখবেন আপনার চুলকানি অনেকাংশ কমে যাবে।

পানি

যখন আপনাকে ডেঙ্গু মশা কামড়াবে তখন যে স্থানটি কামড়াবে সেই স্থানটি তাড়াতাড়ি পানিতে পরিষ্কার করে ফেলুন। পানির পাশাপাশি এলকোহল দিয়ে জায়গাটি পরিষ্কার করে নেবেন। এরপর এ্যান্টিসেপ্টিক জাতীয় কিছু একটা ক্ষতস্থানে লাগিয়ে দেবেন।

মধু

ডেঙ্গু মশা কামড়ালে সাধারণত ব্যথার অনুভব হয়। এ ব্যথা থেকে মুক্তির জন্য আপনি কামড়ানো স্থানে মধু লাগিয়ে দিন। তাহলে ব্যথা কমে যাবে।

লেবু

ডেঙ্গু মশা কামড়ালে আপনি আক্রান্ত স্থানটিতে লেবু পিস পিস করে কেটে ঘষে লাগিয়ে দিন। কারণ লেবুতে এসিড থাকে যা মশার কামড়ের প্রতিক্রিয়াকে নষ্ট করে দেবে। এতে করে আপনার চুলকানি সহ জ্বালা ভাবটাও কমে যাবে।

ভিনেগার

ডেঙ্গু মশা কামড়ালে আপনি ভিনেগার ব্যবহার করতে পারেন। ভিনেগার ব্যবহার করতে প্রথমে কিছু তুলোর টুকরো ভিনেগারে ডুবিয়ে রাখুন কিছুক্ষণ পর সেই টুকুরোগুলো তুলে আক্রান্ত স্থানে কিছুক্ষণ চাপ দিয়ে ধরে রাখুন। এতে করে আপনার চুলকানি কমে যাবে।

ব্রেকিং সোডা

ডেঙ্গু মশা কামড়ালে যে চুলকানি ও জ্বালাপোড়া হয় তা দূর করতে ব্রেকিং সোডার ভূমিকা অনেক বেশি। ব্রেকিং সোডা ব্যবহার করতে প্রথমে এক কাপ হালকা গরম পানিতে এক চামচ বেকিং সোডা মিশিয়ে নিন তারপর সেটি পেস্টের মতো তৈরি করুন। এরপর সেই পেস্ট আক্রান্ত স্থানে কয়েক মিনিটের জন্য লাগিয়ে রাখুন এরপর পরিষ্কার পানি দিয়ে ফেলুন।

মশা নিধনের ব্যবস্থা করুন

এছাড়াও ডেঙ্গু মশা থেকে বাঁচতে মশা নিধনের জন্য বিভিন্ন ধরনের স্প্রে, কয়েল, ব্যাট ইত্যাদি ব্যবহার করুন।

ঘুমানোর সময় মশারি ব্যবহার করুন

ডেঙ্গু মশার কামড় থেকে বাঁচতে নিয়মিত ঘুমানোর আগে মশারি ব্যবহার করুন।

ডেঙ্গু জ্বর হলে করণীয়

এডিস মশার কারণে মূলত ডেঙ্গু জ্বর হয়। এই মশা যদি কোন ব্যক্তিকে কামড়ায় তাহলে সেই ব্যক্তি চার থেকে ছয় দিনের মধ্যে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়। ডেঙ্গু জ্বরের বিভিন্ন লক্ষণ রয়েছে যে লক্ষণ গুলো যদি আপনার মধ্যে দেখা দেয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন।

আরো পড়ুনঃ হার্ট অ্যাটাক কেন হয়  

তবে হ্যাঁ ডেঙ্গু জ্বর হলে কিছু করণীয় বিষয় থাকে যে বিষয়গুলো আমাদের জেনে রাখা উচিত। চলুন তাহলে জেনে নেই ডেঙ্গু জ্বর হলে করণীয় হিসেবে আমরা কি কি করতে পারি তা সম্পর্কে।

  • ডেঙ্গু জ্বর হলে আপনি নিকটস্থ কোন হাসপাতালে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন এবং ডেঙ্গু জ্বরের পরীক্ষা করুন।
  • ডেঙ্গু জ্বর হলে শুধুমাত্র জ্বরের প্যারাসিটামল খান এবং অন্যান্য ব্যথা-নাশক ওষুধ পরিহার করুন।
  • ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীকে স্বাভাবিক খাবারের পাশাপাশি বিভিন্ন তরল জাতীয় খাবার খাওয়ান। তরল জাতীয় খাবারের মধ্যে রয়েছে যেমন-স্যালাইন, লেবুর শরবত, ফলের রস, ডাবের পানি, সুপ, পেপে পাতার রস ইত্যাদি।
  • এছাড়াও ডেঙ্গু রোগে আক্রান্ত ব্যক্তিকে আপনি ডালিম, হলুদ, মেথি, ব্রুকলি, পালং শাক, কিউইফল ইত্যাদি খাওয়াতে পারেন।
  • ডেঙ্গু জ্বর সেরে যাওয়ার পরেও অনেক সময় ডেঙ্গুজনিত মারাত্মক জটিলতা দেখা দেয়। তাই সব সময় সতর্ক থাকুন ও হাসপাতালে চিকিৎসা গ্রহণ করুন।
  • আপনি যদি কোন সময় জ্বরে আক্রান্ত হন এবং সেই জ্বরে যদি কোন ডেঙ্গু রোগের লক্ষণ নাও থাকে তারপরেও চিকিৎসকের পরামর্শ নিয়ে ডেঙ্গু পরীক্ষা করুন।

ডেঙ্গু মশা কামড়ালে কি ফুলে যায়

আমাদের মাঝে অনেকেই আছে যারা অনেক সময় জানতে চায় ডেঙ্গু মশা কামড়ালে কামড়ানো স্থান ফুলে যায় কিনা। হ্যাঁ, ডেঙ্গু মশা কামড়ালে কামড়ানোর স্থান অবশ্যই ফুলে যাবে। কারণ, ডেঙ্গু মশা রক্ত শোষণের সময় এক ধরনের লালা ব্যবহার করে যা আমাদের শরীরের রক্তকে জমাট বাঁধতে দেয় না। 

ফলে মশা রক্ত শোষণের পরেও সেই শোষণকৃত স্থানে মশার লালা থেকে যায়। যা আমাদের দেহের হিস্টামিন নামক পদার্থের নিঃসরণ করে। মূলত এই হিজকামির নামক পদার্থের কারণেই মশা কামড়ানোর স্থানটি ফুলে যায়।

ডেঙ্গু মশা চেনার উপায়


বর্তমানে বাংলাদেশের ডেঙ্গু জ্বরের পরিস্থিতি খুবই ভয়াবহ রূপ ধারণ করেছে। যার ফলে আমাদেরকে কোন মশা কামড়ালেই আমরা ভেবে নিচ্ছি এই বুঝি ডেঙ্গু মশা কামড়ালো। আসলে সকল মশাই কিন্তু ডেঙ্গু মশা না। তবে হ্যাঁ, ডেঙ্গু মশা দেখতে অন্যান্য মশার চাইতে একটু আলাদা। এখন প্রশ্ন আসতে পারে তাহলে ডেঙ্গু মশা চিনবো কিভাবে? চলুন তাহলে ডেঙ্গু মশা চেনার কিছু উপায় জেনে নেই।

  • ডেঙ্গু মশা সাধারণত অন্যান্য মশার চাইতে একটু বেশি কালো হয়।
  • এই মশার শরীরে ও পায়ের পাশে সাদা ডোরাকাটা দাগ থাকে।
  • এই ধরনের মশার মাথার পিছনের ও উপরের দিকে কাঁচির মত সাদা দাগ থাকে।
  • ডেঙ্গু মশা কামড়ালে সাধারণত সেই কামরান স্থানে ব্যথা বা চুলকানি থাকে না।
  • অন্যান্য মশা কামড়ানোর সময় যেখানে ৪৫ ডিগ্রি কোন করে বসে কিন্তু ডেঙ্গু মশা কামড়ানোর সময় সামান্তরাল ভাবে বসে।
  • ফিমেল ডেঙ্গু মশা সাধারণত স্বচ্ছ ও পরিষ্কার পানিতে বসবাস করে। যেখানে অন্যান্য মশারা স্বচ্ছ পানিতে থাকে না। তাই স্বচ্ছ পানিতে আপনি কোন মশা দেখলে ধরে নিবেন সেটা ডেঙ্গু মশা।
  • এই জাতীয় মশা সাধারণত সকাল ও বিকেলে কামড়ায়।
  • ডেঙ্গু মশা ৪০০ থেকে ৬০০ ফুট পর্যন্ত উচ্চতায় উড়ে বেড়াতে পারে ইত্যাদি।
আপনাদের চেনার সুবিধার্থে ডেঙ্গু মশার একটি ছবি নিচে দেয়া হলো-

ডেঙ্গু মশা কামড়ানোর কত সময় পর জ্বর হয়

ডেঙ্গু জ্বর হলে কি খেতে হবে

করোনার পর এখন আবার ডেঙ্গু জ্বর মহামারী আকার ধারণ করছে। বর্তমানে ডেঙ্গু জ্বরের আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলছে। তাই মানুষের মনে দেখা দিচ্ছে আতঙ্ক। ডেঙ্গু একটি ভাইরাসনিত রোগ যা এডিস মশার কারণে হয়ে থাকে। 

আপনি যদি ডেঙ্গু রোগে আক্রান্ত হন তাহলে প্রথমত ডাক্তারের পরামর্শ নিবেন। তবে এর পাশাপাশি আপনি ডেঙ্গু জ্বর থেকে দ্রুত মুক্তির জন্য কিছু খাবার গ্রহণ করতে পারেন। চলুন সেই খাবারগুলোর নাম জেনে নেই।

আরো পড়ুনঃ হার্ট অ্যাটাক এর লক্ষণ

ডেঙ্গু জ্বরের প্রাথমিক অবস্থায় আপনি তরল জাতীয় খাবার গ্রহণ করুন। তরল জাতীয় খাবারের মধ্যে রয়েছে।

  • ডাবের পানি
  • স্যালাইন
  • কমলার বা মালটার জুস
  • পেপে পাতার জুস
  • ডালিমের জুস ইত্যাদি

ডেঙ্গু রোগ থেকে উত্তরণের জন্য দ্বিতীয় ধাপে আপনি সহজে হজম হয় এমন কিছু খাবার খান। সহজে হজম হয় এমন কিছু খাবারের নাম নিচে দেওয়া হলো-

  • খিচুড়ি
  • ভাত
  • দই
  • সিদ্ধ আল
  • পোরিজ
  • সামুদ্রিক মাছ
  • কলিজা ইত্যাদি

ডেঙ্গু রোগ থেকে উৎপন্নের জন্য আপনি বিভিন্ন ধরনের শাকসবজি খেতে পারেন যেমন-

  • বাঁধাকপি
  • ব্রকলি
  • কচু শাক
  • পালং শাক
  • কিউইফল ইত্যাদি

এছাড়া আপনি বিভিন্ন মসলা জাতীয় খাবার খেতে পারেন যেমন-

  • হলুদ
  • মেথি
  • ব্রকলি ইত্যাদি

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে আপনি উপরে উল্লেখিত খাবার গুলো খেতে পারেন। এই খাবারগুলো গ্রহণ করার মাধ্যমে আপনি ডেঙ্গু জ্বর থেকে দ্রুত মুক্তি পাবেন।

ডেঙ্গু জ্বর কত দিন থাকে

সাধারণত কোন জ্বরের সিংটম যদি দুই থেকে তিন দিন হয় তাহলে আমরা এই জ্বর থেকে ডেঙ্গু জ্বর হিসেবে ধরে নেই। ডেঙ্গু জ্বর একটি ভাইরাসজনিত মারাত্মক রোগ যা এডিস মশার কারণে হয়ে থাকে। ডেঙ্গু জ্বর সাধারণত ২ থেকে ৭ দিন পর্যন্ত স্থায়ী হয়। 

তবে এই জ্বরের মেয়াদ কাল যদি অনেকদিন স্থায়ী হয় যেমন ২ থেকে ১০ দিন বা ১৫ দিন হয় তাহলে রোগীকে অবশ্যই হসপিটালে এডমিট করাতে হবে। না হলে রোগীর মৃত্যু হতে পারে।

ডেঙ্গু জ্বর প্রতিরোধে করণীয়

আমাদের কাছে ডেঙ্গু একটি ভয়াবহ রোগ নামে পরিচিত। এ রোগের ফলে মৃত্যু পর্যন্ত হতে পারে। তবে আমরা কিছু বিষয়ে সচেতন থাকলে ডেঙ্গু জ্বর প্রতিরোধ করা যায়। চলুন ডেঙ্গু জ্বর প্রতিরোধে করণীয় হিসেবে আমরা কি কি করতে পারি সেই বিষয়গুলো জেনে নেই।

১। আমাদের বাসায় ব্যবহৃত এসি, ফুলের টব, ফ্রিজের নিচের অংশসহ যে সকল স্থানে পানি আবদ্ধ হয়ে থাকে সেই জায়গাগুলো অপসারণ করতে পারি।

২। আমাদের চার পাশের জায়গা গুলি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে পারি। প্রয়োজনের জমে থাকা পানিতে আমরা ব্লিচিং পাউডার ব্যবহার করতে পারি।

৩। পানি জমে থাকে এমন জিনিসপত্র আমরা উল্টে রাখতে পারি। এছাড়াও আমাদের আশেপাশে পড়ে থাকা টায়ার, ডাব বা নারিকেলের খোসা, প্লাস্টিকের বোতল ইত্যাদি পাত্রে জমানো পানি তিন দিনের মধ্যে পরিষ্কার করে ফেলতে পারি।

৪। দিনে বা রাতে যখনই ঘুমাবো তখন মশারি ব্যবহার করতে পারি।

৫। আমাদের বাসার জানালাতে মশা প্রতিরোধ জাল ব্যবহার করতে পারি।

৬। শরীরের যে জায়গাগুলো অনাবৃত থাকে সেই জায়গাগুলোতে বিভিন্ন ধরনের মশা নিবারক ক্রিম ব্যবহার করতে পারি।

৭। মশা নিধনের জন্য আমরা বিভিন্ন ধরনের ওষুধ, স্প্রে, কয়েল ব্যবহার করতে পারি।

৮। ডেঙ্গু মশা সাধারণত দিনের বেলা ও সন্ধ্যায় কামড়ায়। তাই এই সময়গুলোতে আমরা সচেতন থাকতে পারি ইত্যাদি।

লেখকের মতামত

এতক্ষণ আপনাদের সাথে, ডেঙ্গু মশা কামড়ানোর কত সময় পর জ্বর হয়, ডেঙ্গু মশা কামড়ালে করণীয়, ডেঙ্গু জ্বর হলে করণীয়, ডেঙ্গু মশা চেনার উপায় ইত্যাদি বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। আশা করি আপনারা ডেঙ্গু সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়েছেন। ডেঙ্গু যেহেতু খুবই মারাত্মক ও ভয়াবহ একটি রোগ। তাই ডেঙ্গু থেকে বাঁচতে সব সময় সচেতন থাকুন। এবং ডেঙ্গু জ্বরের কোন লক্ষণ আপনার মাঝে দেখা দিলে ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন। এই পোস্টটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে পোস্টটি শেয়ার করুন।

Share this post with your friends

See previous post See Next Post
No one has commented on this post yet
Click here to comment

Please comment according to Blogger Mamun website policy. Every comment is reviewed.

comment url